ভোর বেলা বুকখানা
করে চিন চিন
যাইনি তো ভুলে আজও
একুশের দিন
তাই আমি ওই দিন
ভোর বেলা উঠি
ফুল দিতে মিনারে
খালি পায় ছুটি
শ্রদ্ধার সাথে আমি
দিই তাতে ফুল
এই কাজে কোনো দিন
হয় নাতো ভুল।
ভোর বেলা বুকখানা
করে চিন চিন
যাইনি তো ভুলে আজও
একুশের দিন
তাই আমি ওই দিন
ভোর বেলা উঠি
ফুল দিতে মিনারে
খালি পায় ছুটি
শ্রদ্ধার সাথে আমি
দিই তাতে ফুল
এই কাজে কোনো দিন
হয় নাতো ভুল।