বগুড়ার ধুনট উপজেলায় ফাঁকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চিকাশি-সোনাহাটা পাকা সড়কের বড়চাপড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া বাজারের অদূরে ফাঁকা সড়কের উপরে রাতে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে আশপাশের এলাকার মানুষ। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম