কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক প্রকাশ (৩৯) ওরফে এনাম মেম্বারকে আটক করেছে নৌবাহিনী।
শুক্রবার (২১ মার্চ) বিকালে টেকনাফের নাজির পাড়ার চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এনাম মেম্বার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আত্মস্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে আত্মসমর্পণ করেছিলেন।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নাজির পাড়া ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনাম মেম্বারকে নৌবাহিনী আটক করেছে শুনেছি। থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম