বগুড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে হুমায়রা নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মালতীনগর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুর বড় ভাই আব্দুল্লাহ আহত হয়। পরে আহত আব্দুল্লাহকে (৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। নিহত হুমায়রা মালতীনগর শান্তিবাগ এলাকার সুলতানের মেয়ে। সুলতান দিন মজুরের কাজ করেন।
বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এদিন দুপুরে মালতীনগর হাইস্কুলের সামনে হুমায়রা ও আব্দুল্লাহ দুই ভাই বোন মিলে খেলা করছিল। সেখানে চালক ও যাত্রীবিহীন ব্যাটারিচালিত ইজিবাইক দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে ইজিবাইক চালু হয়ে দুই ভাই বোনের শরীরের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই হুমায়রা মারা যায়।
তিনি আরও জানান, পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনার পর ইজিবাইকের মালিক এবং চালককে না পাওয়া ইজিবাইকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ