অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নাটোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম আমলী আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের কৃষক রাসেদুল ইসলাম।
আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের আদেশ দিয়েছেন।
বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মিনারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সেচ প্রকল্প দেওয়ার কথা বলে কৃষকের কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রাসেদুল ইসলাম নামের এক কৃষক বিএডিসির দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন। বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের ওই কৃষক অভিযোগ করেন-অভিযুক্ত প্রকৌশলীরা তার পূর্ব পরিচিত। তারা বাদিকে সেচ প্রকল্প দেওয়ার কথা বলে গত বছর ২৫ মে তিন লাখ টাকা নেন। পরবর্তীতে আরও ৭০ হাজার টাকা নেন। অথচ প্রকল্পটি তাকে না দিয়ে অধিক অর্থ নিয়ে সাজজারুল ইসলাম নামে একজনকে দিয়েছেন। ওই ব্যক্তির প্রকল্প এলাকায় এক শতক জমিও নেই। এতে ক্ষতিগ্রস্ত হয়ে বাদি বিএডিসির বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে মামলা করতে বাধ্য হন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
বাদির অভিযোগ গ্রহণ করে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শককে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
বাদি পক্ষের আইনজীবী আইনাল হক জানান, অভিযুক্ত দুই প্রকৌশলী প্রভাবশালী হওয়ায় বাদি প্রশাসনিকভাবে প্রতিকার না পেয়ে আদালতে মামলা করতে বাধ্য হন।
বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মিনারুল ইসলাম জানান, বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য ওসি ডিবিকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/একেএ