গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক মাংস বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম (১৯) রংপুরের পীরগঞ্জ থানার মিল্কি এলাকার আবদুস সামাদের ছেলে। তিনি ভোগড়া বাইপাস এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে বাবার সঙ্গে মাংস বিক্রি ও চায়ের দোকানের ব্যবসা করতেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, রবিবার দিবাগত রাতে এক বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হন মনিরুল ইসলাম। সে ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেট গলিতে যাওয়া মাত্র পাঁচ যুবক পথরোধ করে তার কাছে থাকা ১ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা মনিরুলকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।