দুপচাঁচিয়ায় জাল নোটসহ ১৪ মামলার আসামি রাসেল মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পশ্চিম আলোহালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। রাসেল ওই এলাকার বনতেতুলিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বিশেষ অভিযানে ৪৮৮টি ৫০০ টাকার জাল নোটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।