গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত সেই নারীর পরিচয় মিলেছে। তার নাম নুরিনা বেগম (৪৩)। তিনি গোবিন্দগঞ্জের হরিরামপুরের রামপুরা এলাকার হযরত আলীর স্ত্রী এবং একই এলাকার নুরুল ইসলামের মেয়ে। গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাতে গাইবান্ধা রেলওয়ে স্টেশন সংলগ্ন সরকারপাড়া এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন নুরিনা বেগম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।