ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অভিযান চালিয়ে মিনি কাভারভ্যান ভর্তি প্রায় ৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এ সময় কাভার ভ্যানে চালক ফারুক ও হেলপার রফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী।