কুষ্টিয়ার কুমারখালীতে চালের বস্তায় পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল কুমারখালী পৌরসভার তহবাজার ও ছালপট্টি এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, চালে পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।