কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের নামে করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে প্রত্যাহারে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ। আজ আবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা দিয়ে তারা মহাসড়ক থেকে সরে যান। পরে চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের নামে মামলা করেন সবুজ (৪০) নামে এক যুবক। গত ৫ আগস্টের ঘটনার ছয় মাস পর ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় করা মামলায় ১৩ জন শিক্ষকসহ ২১ জনের নামোল্লেখ করা হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদরাসা শিক্ষকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও সমাবেশ করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ সমাবেশ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শনিবার শায়েস্তাগঞ্জ জামেয়া হুসাইনিয়া মাদরাসার হিফজ বিভাগের বুরহান উদ্দিন নামে এক শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষক সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে তার অভিভাবক ও স্বজনরা। ওই শিক্ষক সিলেট মেডিকেলে চিকিৎসাধীন। ওসি মো. নুর আলম বলেন, পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।