কক্সবাজারের টেকনাফে ৬৯টি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকায় গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের সম্রাট প্রধান ও নারায়ণগঞ্জ বন্দর থানার মো. অন্তর। নিয়মিত মামলা দিয়ে আটক দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।