দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য হস্তান্তর করা হয়েছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস। মিল চত্বরে গতকাল আনুষ্ঠানিকভাবে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে মিলটি হস্তান্তর করে বিটিএমসি। এ সময় উপস্থিত ছিলেন বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্য কর্মকর্তারা। কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চালু হয় ১৯৮৮ সালে। প্রথম দিকে ভালোভাবে পরিচালিত হয়ে এলেও ১৫ বছর ধরে বন্ধ। মিলটিতে চারটি পণ্য উৎপাদন করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। কর্মসংস্থান হবে প্রায় ২ হাজার মানুষের। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি বসির আহমেদ বলেন, ‘এ টেক্সটাইল মিলসে শিল্পপ্রতিষ্ঠান করে খুব লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। এ অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।’