রাঙামাটিতে পুকুরে ডুবে শরীফ উদ্দিন কাজল বাসু (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শহরের মানিকছড়ি এ ঘটনা ঘটে। বাসু এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
এলাকাবাসী জানায়, দুপুরে গোসল করতে মাদরাসার পুকুরে নামেন বাসু। হঠাৎ পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে। রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) তারেক সুমন বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।