চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় যৌথ অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার চিরাচর ও কাচিকাটা সংলগ্ন এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গতকাল দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। রাতেই চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে অংশ নেন, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কোস্টগার্ড স্টেশন পেটি অফিসার নাসির উদ্দীন প্রমুখ।