দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভাধীন পার্বতীপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার গ্রামের বাড়ির আঙিনায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা ও উপজেলার সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ৮টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
মঙ্গলবার রাতেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কম্পাউন্ডে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।