চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে দুজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আটকরা হলেনÑ বায়েজিদ ও আকাশ। তারা দুজনই ওই বাসায় কাজ করতেন। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে আহত বাসার এক সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই ভবনের মালিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিম।
দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এ সময় পুরো ভবনটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টায় ওই ভবনে ঢোকেন তিন ডাকাত। তারা ওই ভবনে আগে কাজ করতেন। ষষ্ঠ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন মালিক। সকালে ডাকাতরা তার বাসায় ঢোকে। পরে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। দুই ডাকাত পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। আরেক ডাকাত ভবন মালিককে তার বাসার বাথরুমে নিয়ে বন্দি করে রাখেন। তাকেও আটক করা হয়। তিন ডাকাতই ভবন মালিকের কাজ করতেন।