বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের রংপুরে সংযুক্তি বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার চব্বিশের গণ অভ্যুত্থানে গুলি, হামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে আসা দুই পুলিশ কর্মকর্তা এবং ডিআইজি অফিসে আসা আরেক অতিরিক্ত ডিআইজির সংযুক্তি বাতিলের দাবি তোলা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মতিঝিল এলাকায় মূল দায়িত্বপ্রাপ্ত ছিলেন এডিসি গোবিন্দ চন্দ্র। তিনি গণ অভ্যুত্থানে ওই এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা-নির্যাতন চালিয়েছেন, রক্তাক্ত করেছেন। এ কর্মকর্তাকে রংপুর মেট্রোতে বদলি করা হয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ ছাত্রলীগ করতেন। তিনিও এ অভ্যুত্থানে হামলা-নির্যাতনে অংশ নিয়েছেন। তাকেও রংপুরে বদলি করা হয়েছে। আমরা এ দুই কর্মকর্তাকে রংপুরে সংযুক্তি বাতিল করতে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তা করা হয়নি। রংপুর ডিআইজি অফিসে মাসুদ আহমেদ নামে আরেক অতিরিক্ত ডিআইজি আছেন; তিনিও ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তাকেও এখান থেকে সরাতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, সদস্য সচিব রহমত আলী, যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।