চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রফিক মিয়া (৫০), রিয়াদ হোসেন (২৭) ও মো. ওয়াসিম (৩৮)। এদের মধ্যে রফিক চন্দনাইশের দীঘিরপাড় এলাকার, রিয়াদ দক্ষিণ বৈলতলী ও ওয়াসিম চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।
চন্দনাইশ থানার ওসি যুযুৎশু চাকমা জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।