নিউইয়র্ক স্টেট সিনেটে সিনেটর লুইস সেপুলভেদা গত ১৫ জানুয়ারি একটি প্রস্তাব উত্থাপন করেন ‘১৪ এপ্রিলকে নিউইয়র্কে বাংলা নববর্ষ’র স্বীকৃতি প্রদানের জন্য। ২৩৪ নম্বরের এই রেজল্যুশন ২২ জানুয়ারি সর্বসম্মতভাবে পাস হয়েছে।
এ কারণে আসছে ১৪ এপ্রিল ঘটা করে পালিত হবে ‘বাংলা নববর্ষ’ এবং তা স্টেট, সিটি, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস বরোসহ সব পর্যায়ে এ কর্মসূচি গ্রহণে আর কোনো বাধা থাকবে না।
এ ধরনের একটি ঘোষণাপত্র শিগগিরই স্টেট গভর্নর ক্যাথি হোকুল বিতরণ করবেন। স্টেট সিনেট সূত্রে জানা গেছে, নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহা এমন একটি রেজ্যুলেশনের জন্য স্টেট সিনেটর লুইস সেপুলভেদার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
বাংলা নতুন বছরকে ঘটা করে বরণের অভিপ্রায়ে নিউইয়র্ক স্টেট সিনেটের এই রেজ্যুলেশনে উল্লাস প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নিবেদিতপ্রাণ নেতা-কর্মী-সমর্থক আর শিল্পী-কলাকুশলীরা।