‘আমি সাদিয়া আক্তার। এতদিনে হয়তো বাল্যবিয়ের শিকার হয়ে শ্বশুরবাড়িতে থাকতাম। আরও কত কী হতো। অতি দরিদ্র বাবার পক্ষে আমাকে পড়ালেখা করানো সম্ভব হচ্ছিল না। এমতাবস্থায় বাবার মুখের দিকে তাকিয়ে একটা কাজ খুঁজছিলাম। চার ভাইয়ের মধ্যে আমি একমাত্র বোন এবং সবার বড়। বাবা-মা বলতেন, আমি ডাঙ্গর (বড়) হইতাছি, পড়ালেখা করা লাগবে না। এই বয়সে নাকি মেয়েদের শ্বশুরবাড়িই আসল জায়গা। কথাবার্তাও চলছিল। এরই মধ্যে আশার আলো হয়ে পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ। তাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আমাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেয়। এরপর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমাকে একটা সেলাই মেশিন দেয়। এ সেলাই মেশিন পেয়ে আমার জীবনের সবকিছু পাল্টে গেছে। আমি এখন স্বপ্ন দেখছি কলেজে ভর্তি হওয়ার। পড়ালেখার খরচ মিটিয়ে এখন নিজের ভবিষ্যতের পুঁজি জমা করছি। টাকার অভাবে এক বছর পড়ালেখা বাদ দিয়েছিলাম। সেলাই মেশিনে আয়, সেই টাকায় আবার পড়া শুরু করেছি। এখন আমি এসএসসি পরীক্ষার্থী। আগামী এপ্রিলে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেব। টেস্ট পরীক্ষায় ভালো ফলাফলও করেছি’ কেমন আছেন সাদিয়া এটা জানতে তার বাড়িতে গেলে এসব কথা জানা যায় এবং দেখা যায়, পড়াশোনার পাশাপাশি তিনি সেলাই মেশিনে কাজ করছেন। অর্ডারি কাপড় তৈরি করছেন। নীরবে নিভৃতে নিজ ঘরের এক কোণে জানালার কাছে বসানো সেলাই মেশিনে কাজ করছেন তিনি। পাশেই তৈরি করা অনেক পোশাক। কাস্টমার নির্ধারিত সময়ে এসে নিয়ে যাবেন। প্রতি মাসে তার আয় হয় কমপক্ষে ৫ হাজার টাকা। সাদিয়া জানান, পরীক্ষা সামনে থাকায় এখন পড়ালেখায় মনোযোগ দিয়েছেন। তারপরও ফাঁকে ফাঁকে কাজ চালিয়ে যাচ্ছেন। সেলাই মেশিনের এ আয় দিয়েই তিনি ফরম পূরণ করবেন। পড়ছেন প্রাইভেটও। আগে প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতেন। এখন নিজের আয় দিয়েই ইজিবাইকে করে বিদ্যালয়ে যান। এতে তার অনেক আনন্দ হয়। পড়ালেখার মধ্যেও নিজের আয় হচ্ছে এতে তিনি অনেক খুশি। এখন আর বাবা বিয়ের কথা বলেন না। ভালো করে পড়তে বলেন, একটা চাকরি করতে বলেন। এ পথেই আমি আছি। বসুন্ধরা শুভসংঘ আমার এ পথ তৈরি করে দিয়েছে।
শিরোনাম
- গাজা ইস্যুতে কায়রোতে মিশর-জর্ডান-ফ্রান্সের যৌথ বিবৃতি
- ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি মেসি সতীর্থ মার্তিনেজের
- কমল স্বর্ণের দাম
- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটে ৪ মামলা, গ্রেপ্তার ৬০
- ইসলামি ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র বিভাগ
- ঢাকা রুটে পাঁচদিনের ফ্লাইট বাতিল থাই এয়ারওয়েজের
- মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে ট্রাক চাপা, নিহত ৩
- সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার
- হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ
- মালয়েশিয়া গমনকাল নারী-শিশুসহ ২১৪ রোহিঙ্গা উদ্ধার
- সৌদি আরবে গড় আয়ু বেড়েছে ৪ বছর ৮ মাস
- কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আসামির বাড়িতে অগ্নিসংযোগ
- ঝালকাঠিতে স্কাউট দিবস পালন
- ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আমরা কোনো গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন দেব না : টুকু
- চোরাই পথে ভারতে যাওয়ার সময় নারীসহ ৪ জন আটক
- মুক্তিপণে ছাড়া পেল টেকনাফে অপহৃত দুইজন
- বাংলাদেশে বিপুল বিনিয়োগে প্রস্তুত দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা
- আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
এখন কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছি : সাদিয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর