রাজবাড়ীর কালুখালীর কিশোর নিরব (১৭) হত্যা মামলায় প্রধান আসামি মিজান শেখকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে জেলা পুলিশ সুপার শামিমা পারভীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে মিজান শেখের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মিজান কালুখালী উপজেলার বাগলপুর গ্রামের টেন্ডু শেখের ছেলে। পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, পূর্ব বিরোধের জেরে গত ২০ মার্চ কৌশলে পদ্মার তীরে নিয়ে গিয়ে নিরব শেখকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বালুভর্তি বস্তায় রশি ও নৌকার গ্রাফি একত্রে করে মরদেহ পদ্মায় ফেলে দেয়। ২৩ মার্চ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিরবের বাবা জিয়ারুল শেখ ২৩ মার্চ কালুখালী থানায় মামলা দায়ের করেন।